জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের প্রাথমিক ফলাফলে সহ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহসাধারণ সম্পাদক (এজিএস) – এই তিন শীর্ষ পদেই ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা সামগ্রিকভাবে এগিয়ে রয়েছেন। তবে বেশ কিছু বিভাগে ভোটের ব্যবধান খুব কম থাকায় চূড়ান্ত ফলাফল কোন দিকে যায়, তা নিয়ে শিক্ষার্থী ও রাজনৈতিক মহলে উৎকণ্ঠা ও কৌতূহল তৈরি হয়েছে।
এখন পর্যন্ত ৮টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। সর্বশেষ হিসাব অনুযায়ী:
· সহ-সভাপতি পদে শিবিরের মো: রিয়াজুল ইসলাম ৮১০ ভোট পেয়েছেন, অন্যদিকে ছাত্রদলের একেএম রাকিব পেয়েছেন ৮০৪ ভোট।
· সাধারণ সম্পাদক পদে শিবিরের আব্দুল আলিম আরিফ ৮২৫ ভোট এবং ছাত্রদলের খাদিজাতুল কুবরা ৪২২ ভোট পেয়েছেন।
· সহসাধারণ সম্পাদক পদে শিবিরের মাসুদ রানা ৭৯৯ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন, আর ছাত্রদলের বিএম আতিকুর তানজিল পেয়েছেন ৬৯০ ভোট।
বিভিন্ন বিভাগীয় পর্যায়ের ফল বিশ্লেষণ করলে দেখা যায়, কিছু কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা চরম উত্তেজনাপূর্ণ। যেমন, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগে ভিপি পদে শিবিরের প্রার্থী ১০০ ভোট পেলেও ছাত্রদলের প্রার্থী পেয়েছেন ৯১ ভোট। নৃবিজ্ঞান বিভাগে এজিএস পদে ছাত্রদলের প্রার্থী শিবিরের প্রার্থীকে পেছনে ফেলে এগিয়ে রয়েছেন। লোক প্রশাসন বিভাগেও ভিপি পদে দুই প্রার্থীর মধ্যে মাত্র ১০ ভোটের ব্যবধান রয়েছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, মোট ৩৯টি কেন্দ্রের মধ্যে এখনো বহু কেন্দ্রের ফলাফল ঘোষণা বাকি। বাকি কেন্দ্রগুলোর ফল প্রকাশের পরই চূড়ান্ত বিজয়ী নির্ধারণ করা হবে। এদিকে, ভোট গণনা ও ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে ক্যাম্পাসে বাড়তি নিরাপত্তা ও সতর্কতা জারি করা হয়েছে।
শিক্ষার্থীদের মধ্যে এখন চূড়ান্ত ফলাফলের জন্য অধীর আগ্রহ দেখা যাচ্ছে। নির্বাচন কমিশন দ্রুত বাকি কেন্দ্রগুলোর ফলাফল প্রকাশ করে চূড়ান্ত ঘোষণা দেওয়ার কথা বলেছেন।
