জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রদলের বিরুদ্ধে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম।
সংবাদ সম্মেলনে রিয়াজুল ইসলাম বলেন, ইংরেজি বিভাগে ছাত্রদল তাদের প্যানেলের পরিচিতি দিচ্ছিল। বিষয়টি আচরণবিধির লঙ্ঘন উল্লেখ করে আপত্তি জানালে ছাত্রদলের কর্মীরা প্রার্থীদের ওপর হামলার উদ্দেশ্যে তেড়ে আসেন। দর্শন বিভাগেও শিবির সমর্থিত প্যানেলের এক এজেন্টের সঙ্গে একই ধরনের ঘটনার অভিযোগ করেন তিনি।
তিনি আরও অভিযোগ করেন, নির্বাচনের শুরু থেকেই প্রধান ফটকে ধাক্কাধাক্কি শুরু করে ছাত্রদল। শিবির সমর্থিত প্যানেলের যেসব কর্মী স্লিপ বিতরণ করছিলেন, তাদের হেনস্থা করা হয়। নারী শিক্ষার্থীদের হয়রানির পাশাপাশি পদার্থবিজ্ঞান বিভাগে নারী শিক্ষার্থীদের কাছ থেকে শিবিরের স্লিপ কেড়ে নেওয়ার ঘটনাও ঘটে।
রিয়াজুল ইসলাম বলেন, দর্শন বিভাগে ছাত্রদল প্যানেল পরিচিতি দিতে গেলে শিবির সমর্থিত প্যানেলের এজেন্ট বাধা দিলে কেন্দ্রের ভেতরেই তাকে মারধরের চেষ্টা করা হয়। তিনি নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে রাষ্ট্রের হস্তক্ষেপ প্রয়োজন বলে দাবি করেন।
