দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরে হিমেল বাতাস আর ঘন কুয়াশায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। শীতের তীব্রতায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।
আজ সোমবার সকাল ৯ টায় ৯.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে আবহাওয়া অফিস বাতাসের আদ্রতা ৯০%।
দিনাজপুরে হঠাৎ করেই বেড়েছে শীতের তীব্রতা। বিকাল গড়ালেই ঘন কুয়াশা আর হিমেল বাতাসে ঢেকে যাচ্ছে চারদিক। গভীর রাত থেকে ভোর পর্যন্ত বৃষ্টির মতো কুয়াশা ঝরতে থাকে। ভোরের দিকে এতটাই কুয়াশা থাকে যে, কয়েক হাত দূরের কিছুই দেখা যায় না। রাস্তাঘাটে হেডলাইট জ্বালিয়েই চলাচল করছে যানবাহন। কনকনে ঠান্ডায় থমকে গেছে স্বাভাবিক জনজীবন।
সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ ও নিম্ন আয়ের পরিবারগুলো। শীতের তীব্রতায় কাজ করতে পারছেন না অনেকেই।
অটো চালক মুজিবুর রহমান জানান, ভোরে কাজে বের হই, কিন্তু এত ঠান্ডা যে শরীর কাঁপে। ঠিকমতো কাজও করা যায় না। গরম কাপড়ের খুব অভাব।
রিকশা চালক হাসান আলী জানান, সকাল থেকে কুয়াশা আর ঠান্ডায় রাস্তায় যাত্রী কম। আয়ও কমে গেছে। শীতে খুব কষ্টে আছি।
দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল রহমান রহমান জানান, জানুয়ারি মাসে আরও কয়েকটি শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে। এতে শীতের তীব্রতা আরও বাড়ার পাশাপাশি ঘন কুয়াশার প্রবণতাও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে।

