জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নাজিরপুর উপজেলা বিএনপির উদ্যোগে শনিবার (৪ জানুয়ারি) সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে বিশেষ যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মিজানুর রহমান দুলাল, এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ আবু হাসান খান। প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক মোঃ নজরুল ইসলাম খান। এছাড়া কেন্দ্রীয় বিএনপির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা বিএনপির সদস্য সচিব মোঃ সাইদুল ইসলাম কিসমতসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো অংশগ্রহণ করে। নাজিরপুর উপজেলার নয়টি ইউনিয়নের ৮১টি ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ রেজাউল করিম লিটন, যুগ্ম আহ্বায়ক মোঃ রফিকুল ইসলাম ফরাজী, এবং অন্যান্য ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।
উল্লেখ্য, এই সভার মাধ্যমে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী ও স্থানীয় নেতাকর্মীদের সমন্বয় ও প্রস্তুতি আরও দৃঢ় করা হয়েছে।

