শিরোনাম
সিরাজগঞ্জে ভারতীয় সূতা উদ্ধার করেছে পুলিশ   » «    “প্রশাসন ক্যাডারের বাইরে অন্যান্য ক্যাডারের ৫০% অন্তর্ভুক্তির পুনর্বিবেচনার জন্য অনুরোধ”   » «    ‘ক্রিসমাস ডে’ কে কেন বড়দিন বলা হয়?   » «    সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ২৬ বাংলাদেশি পুরুষ ও নারী   » «    চাঁদপুরে জাহাজে খুনের ঘটনায় আটক ইরফান   » «   

শেরপুর জেলার তিনটি সংসদীয় আসনে ১৯ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

ফেরদৌস আলী, শেরপুর প্রতিনিধি:
শেরপুর-১(সদর) আসন থেকে মনোনয়ন জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক, জেলা  আওয়ামী লীগের সাধারন সম্পাদক ছানুয়ার হোসেন ছানু (আওয়ামীলীগের বিদ্রোহী), এড.মুখলেছুর রহমান আকন্দ (আওয়ামী লীগ বিদ্রোহী)।
জাতীয় পার্টি মনোনীত ইলিয়াছ উদ্দিন ও মাহমুদুল হক মনি ( দুজনেই মনোনয়ন পেয়েছেন), জাকের পার্টি মনোনীত আহসানুল হক আকন্দ,বিএনএম মনোনীত এড. মোঃআব্দুল্লাহ,  শেরপুর-২ (নালিতাবাড়ী-নকলা) আসন থেকে মনোনয়ন জমা দিয়েছে আওয়ামীলীগ মনোনীত সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী, জাহেদুল রশিদ শ্যামল (তৃণমুল বিএনপি),জাসদ মনোনীত লাল মোহাম্মদ শাহজাহান কিবরিয়া,মিজানুর রহমান (স্বতন্ত্র)।
শেরপুর-৩ ( শ্রীবরদী-ঝিনাইগাতি )আসন থেকে মনোনয়ন জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত এডিএম শহিদুল ইসলাম, এসএমএ আব্দুলাহেল ওয়ারেছ নাঈম (আওয়ামী লীগের বিদ্রোহী), মহসিনুল বারি রুমি (আওয়ামী লীগের বিদ্রোহী), মিজানুর রহমান রাজা (আওয়ামী লীগের বিদ্রোহী), এইচ এম ইকবাল ( আওয়ামী লীগের বিদ্রোহী )  জাতীয় পার্টি ইঞ্জিনিয়ার সিরাজুল হক, কৃষক শ্রমিক জনতা লীগ মনোনীত সুন্দর আলী, ইঞ্জিনিয়ার ইকবাল আহসান (জাপা বিদ্রোহী)।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * মনোনয়নপত্র দাখিল
সাম্প্রতিক সংবাদ