যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তুলে নেওয়ার বিশেষ অভিযানে ডেল্টা ফোর্স নামের অভিজাত সেনা বাহিনী ব্যবহার করেছে। সিএনএনের সূত্র অনুযায়ী, ডেল্টা ফোর্স মূলত সন্ত্রাসবিরোধী অভিযান, জিম্মি উদ্ধার, সরাসরি সামরিক হামলা এবং বিশেষ গোয়েন্দা নজরদারি পরিচালনার জন্য প্রশিক্ষিত।
ডেল্টা ফোর্স ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত হয় এবং যুক্তরাষ্ট্রের জয়েন্ট স্পেশাল অপারেশনস কমান্ড (জেএসওসি)-এর অধীনে কাজ করে। নর্থ ক্যারোলাইনার ফোর্ট ব্র্যাগ-ভিত্তিক এই বাহিনীর মোট ৮টি স্বয়ংসম্পূর্ণ হামলা ইউনিট বা ‘সেবরে স্কোয়াড্রন’ রয়েছে।
এ বাহিনীকে মার্কিন প্রেসিডেন্ট ও প্রতিরক্ষামন্ত্রীর সরাসরি নির্দেশে সবচেয়ে জটিল, গোপন ও ঝুঁকিপূর্ণ অভিযানে পাঠানো হয়। ডেল্টা ফোর্সের ইতিহাসে অন্যতম আলোচিত অভিযান হলো ১৯৯৩ সালে সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে উদ্ধার অভিযান, যা নিয়ে ২০০১ সালে ‘ব্ল্যাক হক ডাউন’ সিনেমা তৈরি হয়। এছাড়া ১৯৮৯ সালে পানামার স্বৈরশাসক ম্যানুয়েল নরিয়েগা-কে ধরার ‘অপারেশন জাস্ট কজ’-এও এই বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল।
সাম্প্রতিক মাদুরো অপহারের ঘটনায় ডেল্টা ফোর্সকে ব্যবহার করা যুক্তরাষ্ট্রের জন্য বিশেষভাবে গোপন ও ঝুঁকিপূর্ণ অভিযান হিসেবে চিহ্নিত করা হয়েছে।
