বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের ৯ জেলার উপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং এটি কিছুদিন স্থায়ী হতে পারে।
শুক্রবার (৩ জানুয়ারি) আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, রাজশাহী, পাবনা, নওগাঁ, সিরাজগঞ্জ, নীলফামারী, কুড়িগ্রাম, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এর ফলে রাত এবং দিনের তাপমাত্রা অনেকটা অপরিবর্তিত থাকতে পারে।
পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে এবং আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে, যা দুপুর পর্যন্ত কোথাও কোথাও অব্যাহত থাকতে পারে। কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন ও সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে।
এরপরও সপ্তাহজুড়ে রাত ও দিনের তাপমাত্রা বেশি পরিবর্তন হবে না। রবিবার (৪ জানুয়ারি) এবং সোমবার (৫ জানুয়ারি) দেশের বিভিন্ন নদী অববাহিকার এলাকায় কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) ও বুধবার (৭ জানুয়ারি) সারাদেশে আংশিক মেঘলা আকাশ থাকবে এবং নদী অববাহিকার কিছু এলাকায় ঘন কুয়াশা পড়ার পূর্বাভাস রয়েছে। সারাদেশের রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

