মশা আতঙ্ক
গাজীপুর প্রতিনিধিঃ
দেশে ভয়াবহ হারে বেড়েছে মশা। দিনের বেলাতেই মশার উপদ্রবে টিকে থাকা মুশকিল হয়ে গেছে। মশারী ব্যবহার করেও মশা থেকে রক্ষা পাওয়া যায় না। মশারী ভেতরে কিভাবে যেন মশা ঢুকে যায়। ইউনিয়ন, উপজেলা বা জেলা পর্যায়ে মশা নিধনে কোন ব্যবস্থা গ্রহণ না করায় মশার উপদ্রব বেড়ে যাচ্ছে। কল-কারখানার দূষিত বর্জ্যে নদীর পানি নষ্ট হয়ে যাচ্ছে। যেটা মশা বৃদ্ধির অন্যতম কারণ। এব্যাপারে অবশ্য কারো কোন মাথা ব্যথা নেই বললেই চলে। আগে বিভিন্ন সময়ে মশা নিধনের জন্য সরকারি ভাবে ঔষধ স্প্রে করা হলেও বর্তমানে এমন কোন কার্যক্রম দেখা যায় না। জনগণ অসাবধান হওয়ার কারণে ভয়াবহ আকার ধারণ করেছে ডেঙ্গু। সবাই এতটা যান্ত্রিক হয়ে গেছে এখন নিজের বাড়ির আশেপাশে সামান্য পানিতেও যে এডিস মশা ডিম পেড়ে বংশ বৃদ্ধি করতে পারে সেদিকে খেয়ালই নেই। প্রশাসনের পক্ষ থেকে এনিয়ে আলোচনা সভা করলেও বাস্তবিকভাবে কোন কাজেই আসে না। ডেঙ্গু এমন মহামারি আকার ধারণ করেছে যে হাসপাতালে পর্যাপ্ত বেড না থাকায় অনেক হাসপাতালের ফ্লোরে রোগী রেখে চিকিৎসা করা হচ্ছে। রোগী বেশি হওয়ায় স্যালাইন সংকট দেখা দিয়েছে। কয়েল জ্বালিয়ে মশা তাড়ানো সম্ভব না হলেও কয়েলের ধোঁয়ায় শিশুদের শরীরের মারাত্মক ক্ষতি হয়। এমন পরিস্থিতিতে বিপাকে দিনাতিপাত করছে সাধারণ মানুষ। এলাকার জনগণ সরকারিভাবে মশা নিধনের জোর দাবি করেন।