জবি প্রতিনিধি :
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন আয়োজন করতে ব্যর্থ হলে এর দায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সরকারকেই নিতে হবে—এমন মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।
শুক্রবার (২ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।
পোস্টে তিনি উল্লেখ করেন, জকসু নির্বাচন পিছিয়ে আগামী ৬ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। তবে ইতিহাসে প্রথমবার অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচন বন্ধ বা বিলম্বিত করার পেছনে উদ্দেশ্যপ্রণোদিত ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেন তিনি।
নুরুল ইসলাম সাদ্দাম বলেন, কার ইশারায় নির্বাচন পেছানো হয়েছে, তা সংশ্লিষ্ট সবাই জানেন। অতীতেও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন স্থগিত বা বিলম্বিত করার পেছনে যারা ভূমিকা রেখেছিল, তাদের পরিচয়ও অজানা নয়। তিনি আরও বলেন, জকসু নির্বাচন আয়োজন করতে ব্যর্থ হলে এর সম্পূর্ণ দায় প্রশাসন ও সরকারকেই বহন করতে হবে। শিক্ষার্থীরা তাদের ন্যায্য অধিকার আদায়ে দৃঢ় প্রতিজ্ঞ।
প্রসঙ্গত, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো গত বছরের ৩০ ডিসেম্বর জকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে ওই দিন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর কারণে ভোট গ্রহণ স্থগিত করা হয়। পরে দুপুরে অনুষ্ঠিত সিন্ডিকেট সভা শেষে বিশ্ববিদ্যালয় প্রশাসন ৬ জানুয়ারি নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করে।
