শিরোনাম
শহীদ জিয়ার দল সবসময় জনগণের পাশে থাকে: ডা. জাহিদ   » «    কুষ্টিয়ায় বিএনপি নেতার বাড়ি থেকে অস্ত্র-বোমা উদ্ধার   » «    আলোচিত পূর্ণিমা গণধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার   » «    কাপাসিয়ায় ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার   » «    দূর্গম চরচরাঞ্চল মানুষের আশ্রয়স্থল জননেতা হারুন হাওলাদর   » «   

জমে উঠেছে আয়কর মেলা

রংপুরে মাসব্যাপী চলছে জাতীয় রাজস্ব বোর্ডের অধীনে রংপুর কর অঞ্জলের আয়কর মেলা। আগামী ৩০ এ নভেম্বর শেষ হতে যাচ্ছে এই মেলা। শেষ মুহুর্তে রিটার্ন দাখিলে উপচ্ছে পড়া ভিড়। জাতীয় রাজস্ব আয়ের অন্যতম প্রধান মেরুদন্ড হচ্ছে এই আয়কর।

এ প্রসঙ্গে কথা হয় উপ—কর কমিশনার জানে আলমের সাথে। তিনি জানান ২০২৩- ২০২৪ অর্থ বৎসরে রংপুর কর অঞ্চলের আয়কর লক্ষমার্তা ১৫০০ কোটি টাকা। লক্ষমাত্রা ১৫০০ কোটি টাকার অর্ধবার্ষিক লক্ষমাত্রা দারায় ৭৫০ কোটি টাকা। এই অর্থ বৎসরে এখন পর্যন্ত আদায় হয়েছে (প্রায় ৬ মাস) প্রায় ৪০০ কোটি টাকা। খাটতি প্রায় ৫৩%। অবশ্য তিনি বাকি সময়ের মধ্যে লক্ষমাত্রা অর্জনে আশাবাদি। জানে আলম জানান ২০২২-২০২৩ সালে কর আদায়ের লক্ষমার্তা ছিল ১০৫০ কোটি টাকা। যেখানে টিনধারীর সংখ্যা ছিল ৩,৮৭,২১৮ জন আর রিটার্ন জমাদান কারির সংখ্যা ছিল ১,১৫,৯৪৫ জন কিন্তু এই অর্থ বৎসর (২০২৩-২০২৪) সালের টিন ধারির সংখ্যা এখন পর্যন্ত (০৬ মাস) ৪,৭৮,১২৫ এবং ০৬ মাসে রিটার্ন জমাকারির সংখ্যা প্রায় ৮৬,১১৪ জন। এখনও বাকি আছে প্রায় ০৬ মাস। এদিকে মেলায় আগত রিটার্ন জমাকরিদের সাথে এই প্রতিবেদকের কথা হয়। মেলায় আগত মোঃ সাগর জানান মেলার পরিবেশ ও সেবার মান যথেষ্ট ভালো। মিসেস মারুফা বেগম জানান হরতাল অবরোধের কারণে মেলায় আসা কিছুটা ঝুকিপূর্ণ তাই তিনি মনে করেন মেলার সময় বৃদ্ধি মেলার উদ্দেশ্য এবং লক্ষ্যকে আরো অর্থবহ করে তুলতে পারে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * আয়কর মেলা
সাম্প্রতিক সংবাদ