রাজশাহীর পুঠিয়ার ঝলমলিয়া কলাহাটে বালুবোঝাই ট্রাক উল্টে চাপায় দুই পা হারানো রাহেনুল ইসলাম (৪২) মারা গেছেন। এই মৃত্যুর পর ওই দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো পাঁচজন।
শুক্রবার (২ জানুয়ারি) রাজশাহী মেডিকেল (রামেক) হাসপাতাল এর অর্থোপেডিক্স বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সুব্রত কুমার প্রামানিক রাহেনুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। রাহেনুল বৃহস্পতিবার সন্ধ্যায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নিহত রাহেনুলের বাড়ি পুঠিয়ার খুঁটিপাড়া গ্রামে। তিনি বানেশ্বর ও ঝলমলিয়া বাজারে কলা কেনাবেচা করতেন। তার দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।
অন্য নিহতরা হলেন:
-
কাফুরিয়া গ্রামের শাহীন আলীর ছেলে সিয়াম (২৬)
-
পাইকপাড়া গ্রামের আক্কেল প্রামাণিকের ছেলে মুনকের প্রামাণিক
-
রাজশাহীর চারঘাট উপজেলার আস্করপুর গ্রামের মাহাতাব আলীর ছেলে ইসলাম আলী (৬২)
ডা. সুব্রত কুমার প্রামানিক বলেন, “আমরা রাহেনুলকে বাঁচানোর সব ধরনের চেষ্টা করেছি। কিন্তু শকড থেকে তাকে রিকভার করা সম্ভব হয়নি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি মারা যান।”
ঘটনার পর পুলিশ জানায়, নিহত সিয়ামের বাবা শাহীন আলী পুঠিয়া থানায় সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করেছেন। দুর্ঘটনার সময় ট্রাক চালক ও হেলপার পালিয়ে যায়। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান পুঠিয়া পবা হাইওয়ে থানার ওসি মোজাম্মেল হক।
উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে পুঠিয়া উপজেলার ঝলমলিয়া বাজারে একটি বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। তাদের মরদেহ পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। এক লাশ পরিবারের হাতে চলে যায়। দুর্ঘটনায় গুরুতর আহত রাহেনুলের দুই পা বিচ্ছিন্ন হয়। পরবর্তীতে বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি মারা যান।

