সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সউদ।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বাদশাহ সালমান বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে এক শোকবার্তা পাঠান। শোকবার্তায় তিনি প্রয়াত খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেছেন এবং আল্লাহর কাছে প্রার্থনা করেছেন যেন তাকে জান্নাত নসিব হয়। এছাড়া শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি তিনি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানও পৃথক শোকবার্তার মাধ্যমে বাংলাদেশের সরকার ও খালেদা জিয়ার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।
উল্লেখ্য, দীর্ঘদিন অসুস্থ থাকার পর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ৮০ বছর বয়সে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুতে দেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়।
এদিকে, রাষ্ট্রীয় শোক পালনকালীন সময়ে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত সকল প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং বাংলাদেশে নিযুক্ত সকল দূতাবাসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। এছাড়া ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতেও প্রয়াত নেত্রীর আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

