উজিরপুর বরিশাল প্রতিবেদক:
বরিশাল জেলার উজিরপুর উপজেলার শিকারপুর গ্রামের কৃষক আইয়ুব আলী হাওলাদার এর বড়ই বাগানে পাখির হাত থেকে ফসল রক্ষার্থে কারেন্ট জল পাতে রাখেন কৃষক। এতে খাদ্যের সন্ধানে আসা কয়েক প্রজাতির পাখি জালে আটকা পরে মারা যায়।
বিষয়টি স্থানীয়রা মোবাইল ফোনে ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে আপলোড করলে মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। বিষয়টি উজিরপুর উপজেলা প্রশাসন ও বন অধিদপ্তরের নজরে আসলে ১৪ ফেব্রুয়ারী সকাল দশটায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সত্যতার প্রমাণ পান । এ সময় কৃষক আইয়ুব আলী হাওলাদারকে নগদ ১০০০০ টাকা অর্থদণ্ড করেন। একই সাথে ভবিষ্যতের জন্য বন্যপ্রাণী হত্যা বন্ধের জন্য সকলকে অনুরোধ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বন অধিদপ্তরে গৌরনদী রেঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম বিশ্বাস ও উপজেলা বন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির সহ স্থানীয় ও রাজনৈতিক নেতৃবৃন্দ।