গুলশান থেকে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কফিন জাতীয় সংসদ ভবন সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউয়ে পৌঁছেছে। বেলা ১১টার দিকে জাতীয় পতাকায় মোড়ানো কফিনবাহী গাড়ি গুলশানের ১৯৬ নম্বর বাসভবন থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের দিকে রওনা হয়।
আজ বুধবার বাদ জোহর এখানে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। এর আগে সকাল সোয়া ৯টার দিকে তাঁর মরদেহ এভারকেয়ার হাসপাতালে থেকে গুলশানের বাসভবনে নেওয়া হয়, যেখানে তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, পুত্রবধূ ডা. জুবাইদা রহমান এবং নাতনি জাইমা রহমান উপস্থিত ছিলেন।
জানাজা শেষে বিকেল সাড়ে ৩টার দিকে রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়াকে সমাহিত করা হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে। উল্লেখ্য, একই স্থানে ১৯৮১ সালের ২ জুন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জানাজা অনুষ্ঠিত হয়েছিল।
বেগম খালেদা জিয়া দীর্ঘ ৪০ দিন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

