বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শেষ বিদায়ে অংশ নিতে বুধবার সকাল থেকেই রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে মানুষের ঢল নামে। ভোর পেরোতেই দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে হাজারো মানুষ প্রিয় নেত্রীর জানাজায় শরিক হতে ছুটে আসেন। শোক, ভালোবাসা আর আবেগে ভরে ওঠে পুরো এলাকা।
বুধবার (৩১ ডিসেম্বর) সকাল সোয়া ৯টার পর সরেজমিনে দেখা যায়, জানাজার নির্ধারিত সময়ের প্রায় পাঁচ ঘণ্টা আগেই মানিক মিয়া অ্যাভিনিউ ও আশপাশের এলাকায় অসংখ্য মানুষ জড়ো হয়েছেন। ব্যানার, ফেস্টুন, জাতীয় পতাকা ও দলীয় পতাকা হাতে অনেককে দেখা যায়। কারও চোখে জল, কারও কণ্ঠে ভারী কণ্ঠস্বর—একজন ‘আপসহীন নেত্রী’কে হারানোর গভীর বেদনা যেন সবার মুখে মুখে।
দেশের নানা প্রান্ত থেকে আসা মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, অনেকেই ব্যক্তিগত খরচে, রাতভর বা ভোরে যাত্রা শুরু করে ঢাকায় পৌঁছেছেন। নরসিংদী থেকে আসা আমির হোসেন বলেন, “বাড়িতে মন টিকছিল না। নিজের টাকায় হলেও প্রিয় নেত্রীর জানাজায় আসতেই হতো।”
নারায়ণগঞ্জ থেকে আসা ফারুক আহমেদ ও শ্যামল কুমার জানান, “এমন সাহসী ও দেশপ্রেমিক নেত্রী বাংলাদেশে আর আসবে কিনা জানি না। শেষবারের মতো শ্রদ্ধা জানাতে চলে এসেছি।”
আজ বুধবার দুপুর ২টায় মানিক মিয়া অ্যাভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানাজা আয়োজনকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে আগেই জানিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর।
শান্তিপূর্ণভাবে জানাজা সম্পন্ন করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মানিক মিয়া অ্যাভিনিউসহ রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাজুড়ে বিজিবির ২৭ প্লাটুন মোতায়েন করা হয়েছে। বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানিয়েছেন, এভারকেয়ার হাসপাতাল, জাতীয় সংসদ ভবন এলাকা ও জিয়া উদ্যানসহ সংশ্লিষ্ট স্থানে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। তার মৃত্যুতে সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। পাশাপাশি জানাজার দিন আজ বুধবার সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
একজন প্রভাবশালী রাজনৈতিক নেত্রীকে শেষ বিদায় জানাতে মানুষের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি তার দীর্ঘ রাজনৈতিক জীবনে জনগণের সঙ্গে গড়ে ওঠা গভীর সম্পর্কেরই প্রতিফলন বলে মনে করছেন অনেকেই।

