বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজাকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে সরকার। জানাজাস্থল ও আশপাশের এলাকায় প্রায় ১০ হাজারেরও বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। প্রেস সচিব বলেন, বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন করা হবে। এই আয়োজনে প্রধান উপদেষ্টাসহ অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টা উপস্থিত থাকবেন।
তিনি আরও জানান, জানাজা ও দাফনকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা নিরাপত্তা ঝুঁকি তৈরি না হয়, সেজন্য আগেভাগেই বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে। রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক, জানাজাস্থল, দাফনস্থল এবং আশপাশের এলাকায় পর্যাপ্ত সংখ্যক পুলিশ, র্যাব, বিজিবি ও অন্যান্য বাহিনীর সদস্য মোতায়েন থাকবে।
এর আগে বেগম খালেদা জিয়ার মৃত্যুজনিত রাষ্ট্রীয় কর্মসূচি, দাফন ও জানাজা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার লক্ষ্যে উপদেষ্টা পরিষদের একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে এই বৈঠকে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের উপদেষ্টারা অংশ নেন।
বৈঠকে ধর্ম বিষয়ক উপদেষ্টা, আইন ও প্রবাসী কল্যাণ উপদেষ্টা, নৌপরিবহন, সংস্কৃতি, স্থানীয় সরকার, বিদ্যুৎ ও জ্বালানি, পরিবেশ, তথ্য, মুক্তিযুদ্ধ বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। বৈঠকে জানাজা ও দাফন অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, রাষ্ট্রীয় মর্যাদায় আয়োজিত এই জানাজা ও দাফনে সাধারণ মানুষের নিরাপত্তা, শৃঙ্খলা এবং ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রাখাই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।

