দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মঙ্গলবার (৩০ ডিসেম্বর) জাতীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানাকে বহিষ্কার করেছে। বিষয়টি জানিয়েছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তি।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, রুমিন ফারহানাকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এদিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনে বিএনপি শরিক দল জামিয়তে উলামায়ে ইসলামকে ছাড়িয়ে মনোনয়ন দিয়েছে জমিয়তের সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবকে। এই আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন রুমিন ফারহানা।
মনোনয়ন না পাওয়া সত্ত্বেও তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। সেই সঙ্গে তিনি পদত্যাগের কথাও উল্লেখ করেছেন। গণমাধ্যমকে তিনি বলেন, “যদি ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হয়, দল অবশ্যই ব্যবস্থা নেবে। আমি তো বাধা দিতে পারব না। তবে মনোনয়ন না পাওয়ার আগে সম্মানের সঙ্গে দল থেকে পদত্যাগ করব।

