শিরোনাম
সিরাজগঞ্জে ভারতীয় সূতা উদ্ধার করেছে পুলিশ   » «    “প্রশাসন ক্যাডারের বাইরে অন্যান্য ক্যাডারের ৫০% অন্তর্ভুক্তির পুনর্বিবেচনার জন্য অনুরোধ”   » «    ‘ক্রিসমাস ডে’ কে কেন বড়দিন বলা হয়?   » «    সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ২৬ বাংলাদেশি পুরুষ ও নারী   » «    চাঁদপুরে জাহাজে খুনের ঘটনায় আটক ইরফান   » «   

কালাইয়ে ২৪ বছরের যুবকের বাড়িতে মধ্য বয়সী নারীর অনশন

 

জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাট কালাইয়ে স্ত্রীর স্বীকৃতি চেয়ে প্রেমিকের বাড়িতে অনশন করছে প্রেমিকা। শুক্রবার (২৪ নভেম্বর) সন্ধ্যা থেকে অনশন শুরু করেন তিনি।

রংপুর থেকে এসে ৫০ বছর বয়সী এক নারী বিয়ের দাবিতে ২৪ বছর বয়সী যুবকের বাড়িতে অনশন শুরু করেছেন। উপজেলার মাত্রাই ইউনিয়নের বলি শিবসমুদ্র গ্রামের ফিরোজ হোসেনের বাড়িতে অবস্থান নিয়েছেন ৷

বলি শিবসমুদ্র গ্রামের আব্দুল আলীমের ছেলে ফিরোজ (২৪) ও রেহেনা বেগম (৫০) ওই নারী রংপুর শহরের আলমনগর এলাকার বাসিন্দা। তাদের দুজনের মোবাইল ফোনে পরিচয় বলে দাবি রেহেনার। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ নিয়ে শুক্রবার সন্ধায় এলাকায় জনসাধারণের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রেমিক ফিরোজের বাড়িতে ভিড় জমান এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধা রাত থেকে আব্দুল আলীমের ছেলে প্রেমিক ফিরোজের বাড়িতে (৫০)বছর বয়সি এক নারী বিয়ের দাবিতে অনশন করছে।

অনশনে বসা রেহেনার দাবি মোবাইল ফোনে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়েও প্রেমের ফাঁদে ফেলে একাধিকবার বিভিন্ন আবাসিক হোটেলে নিয়ে শারীরিক সম্পর্ক করেছে ফিরোজ। বর্তমানে সে আমার সাথে সকল প্রকার যোগাযোগ বন্ধ রেখেছে আমি বাধ্য হয়েই প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছি৷

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াসিম আল বারী জানান, এ নিয়ে ওই নারী এখনো থানায় কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * মধ্য বয়সী নারীর অনশন
সাম্প্রতিক সংবাদ