শিরোনাম
সিরাজগঞ্জে ভারতীয় সূতা উদ্ধার করেছে পুলিশ   » «    “প্রশাসন ক্যাডারের বাইরে অন্যান্য ক্যাডারের ৫০% অন্তর্ভুক্তির পুনর্বিবেচনার জন্য অনুরোধ”   » «    ‘ক্রিসমাস ডে’ কে কেন বড়দিন বলা হয়?   » «    সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ২৬ বাংলাদেশি পুরুষ ও নারী   » «    চাঁদপুরে জাহাজে খুনের ঘটনায় আটক ইরফান   » «   

তিন গ্রামের প্রথম মসজিদ

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
উপজেলার  গারুরিয়া ইউনিয়নের  তিন গ্রামের প্রথম মসজিদ হিসেবে  খ্যাত হেলেঞ্চার সিরাজিয়া জামে মসজিদ।  ১৯১০ সালে তৎকালীন  ইসলাম প্রিয় ব্যক্তি সিরাজউদ্দিন মোল্লা  মুসলমানদের  নামাজ আদায়ের  জন্য  নিজ প্রচেষ্টায় একটি মসজিদ প্রতিষ্ঠা করেন। মসজিদটিতে সে সময় আশপাশের  তিনটি  গ্রাম যথাক্রমে  হেলেঞ্চা, সাহেবপুর ওচর আউলিয়াপুরের তিনটি  গ্রামের ধর্মপ্রান  মুসলমানরা নামাজ আদায় করত।
জানা যায়, সিরাজ উদ্দিন মোল্লা নিজের রেকর্ডীয় ১৫ শতক জমি মসজিদে  দান করেন। এবং  বাশ ও ছনের চাল দিয়া ঘর নির্মাণ  করে  মুসুল্লিদের নিয়া নামাজ আদায় করতেন।
পরবর্তীতে বংশ পরস্পপরায় তার উওরাধীকারীরা মসজিদটির সংস্কার করেন। বর্তমানে  ইটের  গাথুনীর ওপর টিনের  ছাউনি  দিয়া মুসুল্লিদের নামাজের  ব্যাবস্থা করা হয়েছে। মসজিদটি শতবর্ষের পুরাতন  হলেও আর্থিক  সমস্যার কারনে নান্দনিকতার কোন ছোয়া লাগেনি এখনো।
শত বছরের আগের পুরাতন মসজিদ হিসাবে এখনো অনেক মুসল্লী হয় । বিশেষ করে শুক্রবারে মুসল্লী সংখ্যা বেশি হয়। মসজিদের  সামনে নামাজের জন্য  রয়েছে মাঠ, পাশে পুকুরে  সান বাধানো ঘাট।
সরকারি বেসরকারি  অনুদান বঞ্চিত  উপজেলার একমাত্র  এই জামে মসজিদটি চলে  মসজিদ  অবস্থিত বাড়ির লোকের  আর্থিক সহযোগিতায়।
বিগত করোনা কালীন সময় ইমামদের সরকারি আর্থিক  সহায়তার তালিকা থেকেও এই মসজিদটির নাম বাদ দেওয়া হয়েছে। বর্তমানে  মসজিদের একান্ত  সংস্কার প্রয়োজন বলে জানান  মসজিদের ইমাম মোঃ হাবিবুর রহমান ও সভাপতি  শহিদুল ইসলাম  মোল্লা।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * মসজিদ
সাম্প্রতিক সংবাদ