সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):
মৌলভীবাজার জেলার কুলাউড়া পৌরসভায় সোমবার (২৯ ডিসেম্বর) মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এই অভিযানে বিএসটিআই,সিলেট বিভাগীয় কার্যালয় ও উপজেলা প্রশাসন যৌথভাবে অংশ নেন।
পরিদর্শকরা ফলের বাজার ও মাংসের দোকানে ওজনের স্কেলের যথার্থতা পরীক্ষা করেন। এছাড়া মিষ্টির দোকানে প্যাকেটজাত পণ্যের সঠিক ওজন যাচাই,অস্বাস্থ্যকর পরিবেশে রান্না,অননুমোদিত উপাদান ব্যবহার করে বেকারি পণ্য উৎপাদন এবং বিএসটিআই-এর লাইসেন্স না থাকা বিষয়গুলোও খতিয়ে দেখা হয়।
এরপর ওজন ও মানদণ্ড পরিমাপ আইন,২০১৮ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯-এর বিভিন্ন ধারায় চারটি মামলায় মোট ২,৪০,০০০ টাকা জরিমানা আদায় করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুল ইসলাম বলেন,”জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ব্যবসায়ীরা আইন মেনে পণ্য উৎপাদন ও বিক্রিতে সচেতন হবেন।”
এই অভিযান জনসাধারণের স্বার্থ সুরক্ষায় এবং বাজারে সঠিক ওজন ও মান নিশ্চিত করতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

