বিএনপি চেয়ারপার্সন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক শোকবার্তায় এই প্রতিক্রিয়া জানানো হয়।
ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের (ইউএস এম্বাসি ঢাকা) অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া বার্তায় বলা হয়, “প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে যুক্তরাষ্ট্র গভীরভাবে শোকাহত।” শোকবার্তায় আরও উল্লেখ করা হয়, মিসেস জিয়া বাংলাদেশের আধুনিক ইতিহাস গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং তার নেতৃত্ব দেশের উন্নয়ন ও অগ্রগতিতে বিশেষ অবদান রেখেছে।
যুক্তরাষ্ট্র দূতাবাসের এই শোকবার্তায় প্রয়াত নেত্রীর রাজনৈতিক জীবন ও রাষ্ট্রীয় অবদান স্মরণ করা হয় এবং শোকসন্তপ্ত পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি সমবেদনা জানানো হয়।
এর আগে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, চীনের প্রধানমন্ত্রী লি কিয়ানসহ বিভিন্ন দেশের শীর্ষ নেতারা। আন্তর্জাতিক মহলে তার মৃত্যু গভীরভাবে আলোচিত হচ্ছে।
উল্লেখ্য, বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।

