শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় সোমবার (২৯ ডিসেম্বর) টানা চতুর্থ দিন অবরোধ করেছে ইনকিলাব মঞ্চ।
দুপুর ২টার দিকে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে অবস্থান নেওয়া আন্দোলনকারীরা হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সাধারণ মানুষ ও শিক্ষার্থীরাও কর্মসূচিতে যোগ দেন।
আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন, যেমন – ‘আপস না বিপ্লব, বিপ্লব বিপ্লব’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’, ‘শাহবাগ না ইনসাফ, ইনসাফ ইনসাফ’, ‘বিচার চাই, হাদি হত্যার বিচার চাই’। তারা ঘোষণা দেন, খুনিদের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।
এর আগে, রোববার রাতে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের চার দফা দাবি পেশের পর আন্দোলন সাময়িক স্থগিত করা হয়েছিল। এই দাবিগুলোর ভিত্তিতে আন্দোলনকারীরা পরবর্তী কর্মসূচির প্রস্তুতি নিচ্ছেন।

