জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটে যুক্ত হয়েছে বৃহত্তর রাজনৈতিক ঐক্যের স্বার্থে। রোববার (২৮ ডিসেম্বর) রাতে এক সংবাদ সম্মেলনে দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এ তথ্য জানান।
নাহিদ ইসলাম বলেন, “শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের পর দেশের রাজনৈতিক পরিস্থিতিতে বড় পরিবর্তন এসেছে। আধিপত্যবাদী শক্তি এখনও সক্রিয় এবং তারা নির্বাচন প্রভাবিত করে জুলাই যোদ্ধাদের নিশ্চিহ্ন করতে চায়। এই পরিস্থিতিতে বৃহত্তর ঐক্যের স্বার্থে আমরা জামায়াতের সঙ্গে সমঝোতায় আসছি।”
তিনি জানান, জোটে যোগদান এনসিপির দীর্ঘমেয়াদি রাজনৈতিক পরিকল্পনার অংশ এবং এটি আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে নিজেদের সুরক্ষা নিশ্চিত করার পদক্ষেপ। নাহিদ ইসলাম আরও বলেন, সোমবার মনোনয়ন সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হবে। সমঝোতার ভিত্তিতে নির্বাচিত প্রার্থীরাই মনোনয়নপত্র জমা দেবেন এবং সারা দেশে জোটভুক্ত দলের সঙ্গে মিলিতভাবে নির্বাচন পরিচালনা করা হবে।
নাহিদ ইসলাম নিশ্চিত করেন, যেখানে এনসিপির প্রার্থী থাকবে না, সেখানে জোটের অন্যান্য দলের প্রার্থীদের পক্ষে প্রচারণা চালানো হবে। পাশাপাশি এনসিপি সারা দেশে গণভোটের পক্ষে প্রচারণা চালাবে। তিনি বলেন, “আমরা জুলাই সনদের আলোকে দেশ গঠনের পরিকল্পনা করতে চাই। গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে এনসিপি প্রচারণা করবে।”
সংবাদ সম্মেলনে তিনি উল্লেখ করেন, জোটে থাকলেও এনসিপি ও জামায়াত নিজেদের আদর্শ ও নীতিমালা অনুযায়ী স্বাধীনভাবে রাজনৈতিক কার্যক্রম চালাবে।

