শাওন বেপারী, শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরের জাজিরা উপজেলায় দুই পুত্রবধূর সঙ্গে পারিবারিক কলহের একপর্যায়ে জোছনা বেগম (৫০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার পূর্ব নাওডোবা ইউনিয়নের মহর আলী সিকদার কান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জোছনা বেগম ওই এলাকার মঙ্গল সিকদারের স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জোছনা বেগমের সঙ্গে তার দুই পুত্রবধূ সাথী আক্তার ও সাবিনা আক্তারের পারিবারিক কলহ চলছিল। রোববার দুপুরে তুচ্ছ একটি বিষয়কে কেন্দ্র করে আবারও তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে বড় ছেলের স্ত্রী সাথী আক্তার শাশুড়ির গলায় চাপ দিলে তিনি অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন বলে অভিযোগ ওঠে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জোছনা বেগমকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে নিহতের ছেলেদের দাবি, তাদের মা আগে থেকেই হৃদরোগে ভুগছিলেন। ঝগড়ার সময় হঠাৎ তিনি অসুস্থ হয়ে স্ট্রোক করে পড়ে যান। পরে চিকিৎসকের কাছে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।
এ বিষয়ে পদ্মাসেতু দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ আলম বলেন, জোছনা বেগমের মৃত্যুকে কেন্দ্র করে বেশ কিছু সন্দেহজনক তথ্য পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে

