চট্টগ্রাম রয়্যালসের বাঁহাতি পেসার শরীফুল ইসলাম অনুশীলনের সময় মাথায় আঘাত পেয়েছিলেন। সতর্কতার অংশ হিসেবে তাকে হাসপাতালে নেওয়া হলেও চোট গুরুতর নয় বলে নিশ্চিত করেছে দল কর্তৃপক্ষ।
বিপিএলে টানা দুই দিনের ম্যাচ শেষে রোববার (২৮ ডিসেম্বর) ছিল দলটির বিশ্রামের দিন। এই বিরতিতে সিলেটের আউটার মাঠে অনুশীলনে নামেন চট্টগ্রাম রয়্যালসের ক্রিকেটাররা। অনুশীলনের এক পর্যায়ে সতীর্থ এক ক্রিকেটারের সঙ্গে ধাক্কা লেগে শরীফুলের মাথার এক পাশে আঘাত লাগে। ঘটনার পরপরই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হয় এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়।
চোট নিয়ে দুশ্চিন্তার কিছু নেই বলে জানিয়েছেন চট্টগ্রাম রয়্যালসের টিম ডিরেক্টর হাবিবুল বাশার সুমন। তিনি গণমাধ্যমকে বলেন, ‘আঘাত খুব একটা গুরুতর নয়। যেহেতু মাথায় লেগেছে, তাই সতর্কতার জন্য হাসপাতালে নেওয়া হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষা শেষে সে আবার হোটেলে ফিরে এসেছে।’
দলের পক্ষ থেকে জানানো হয়েছে, শরীফুলের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। পরবর্তী ম্যাচে তার খেলা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে মেডিকেল টিমের পরামর্শ অনুযায়ী। শরীফুলের চোট গুরুতর না হওয়ায় স্বস্তি ফিরেছে চট্টগ্রাম রয়্যালস শিবিরে।
