মোঃ আফজাল হোসেন, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:
সুনামগঞ্জের পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) ও ভারপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স), সিলেট রেঞ্জ, মোহাম্মদ আনোয়ারুল হক সুনামগঞ্জ জেলা ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার ও সদর কোর্ট পরিদর্শন করেছেন।
আজ শনিবার সকাল সাড়ে ৯টায় তিনি সুনামগঞ্জ পুলিশ লাইন্সে পৌঁছালে জেলা পুলিশ সুপার আবু বসার মোহাম্মদ জাকির হোসেন, পিপিএম তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় জেলা পুলিশের একটি সুসজ্জিত চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।পরিদর্শনকালে মোহাম্মদ আনোয়ারুল হক ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্টার, নথিপত্র ও দাপ্তরিক কার্যক্রম পর্যালোচনা করেন। সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে তিনি প্রশিক্ষণ কার্যক্রম আরও গতিশীল ও মানোন্নয়নের লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরবর্তীতে তিনি সুনামগঞ্জ সদর কোর্টের দ্বি-বার্ষিক পরিদর্শন করেন। এ সময় তিনি কোর্টের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, দাপ্তরিক কার্যক্রম ও পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন এবং দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। আইনশৃঙ্খলা রক্ষা ও বিচারিক কার্যক্রমে সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের ওপর তিনি গুরুত্বারোপ করেন।
এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট ইলতুৎ মিশ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস রঞ্জন ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) চাতক চাকমাসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও পুলিশ ফোর্সের সদস্যবৃন্দ।

