ময়মনসিংহে দীপু চন্দ্র দাসকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করার ঘটনায় নিন্দা জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। পাশাপাশি ঘটনার সব দোষীদের আইনের আওতায় আনার প্রত্যাশা প্রকাশ করা হয়েছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) এক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “আমরা সম্প্রতি একজন হিন্দু যুবকের নৃশংস হত্যাকাণ্ডের নিন্দা জানাচ্ছি এবং আশা করি, এ ঘটনার দায়ীদের যথাযথ বিচার করা হবে।”
গত সপ্তাহে ময়মনসিংহে একদল জনতা দীপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যা করে। পরে তার দেহ একটি গাছের সঙ্গে বেঁধে আগুন ধরানো হয়। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, যা ব্যাপক ক্ষোভ সৃষ্টি করে।
প্রাথমিকভাবে ‘ধর্মীয় উস্কানিমূলক’ অভিযোগ সামনে এলে হলেও পুলিশি তদন্তে দেখা গেছে, মূল কারণ ছিল কর্মক্ষেত্রের বিরোধ।
জয়সওয়াল আরও বলেন, “আমরা বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী পর্যবেক্ষণ করছি। ভারতের অবস্থান সবসময়ই স্পষ্ট ও ধারাবাহিক—বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক জোরদার করা, শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করা। আমরা বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচনের পক্ষে।”
