নানা বিতর্ক ও ফ্র্যাঞ্চাইজি মালিকানা পরিবর্তনের মধ্য দিয়ে আজ শুক্রবার সিলেটে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বিকেল ৩টায় রাজশাহী ওয়ারিয়র্স এবং সিলেট টাইটান্সের মধ্যকার ম্যাচ দিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
প্রথমে উদ্বোধনী অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ করার পরিকল্পনা থাকলেও নিরাপত্তাজনিত কারণে বিসিবি এটি সংক্ষিপ্ত আকারে করার সিদ্ধান্ত নিয়েছে। উদ্বোধনী দিনে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচের পর সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে নোয়াখালী এক্সপ্রেস মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালসের সঙ্গে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের শুভ সূচনা করবেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত এবং জাতীয় সংগীত পরিবেশন করা হবে। এছাড়াও শহীদ শরীফ ওসমান হাদির স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হবে।
প্রথম ম্যাচ শুরুর আগে স্টেডিয়ামে ‘ডে লাইট ফায়ারওয়ার্ক’ বা দিনের আলোয় বিশেষ আতশবাজি প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। বিসিবি ও বিপিএল গভর্নিং কাউন্সিলের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে উদ্বোধনী মুহূর্ত উদযাপন করবেন।
মাঠের লড়াইয়ের পাশাপাশি দর্শকদের বিনোদনের জন্য থাকছে নাচ ও গানের সমন্বিত আয়োজন। প্রথম ম্যাচ শেষ হওয়ার পর ৪৫ মিনিটের একটি বিশেষ সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠিত হবে। এতে বিপিএলের ছয়টি দলের জার্সি পরে নৃত্যশিল্পীরা পারফর্ম করবেন। অনুষ্ঠানের মূল আকর্ষণ হিসেবে থাকছেন জনপ্রিয় সংগীত পরিচালক ও শিল্পী ফুয়াদ মুকতাদির, যিনি নির্দেশনায় মঞ্চ মাতাবেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পীরা।
ধারাভাষ্য কক্ষে থাকছে বিশ্বমানের ক্রিকেট ব্যক্তিত্বরা। পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ওয়াকার ইউনুস ও রমিজ রাজা ছাড়াও নিউজিল্যান্ডের ড্যানি মরিসন, ইংল্যান্ডের ড্যারেন গফ এবং শ্রীলঙ্কার ফারভেজ মাহরুফ সরাসরি ধারাভাষ্য প্রদান করবেন। স্থানীয় ধারাভাষ্যকার হিসেবে তাদের সঙ্গে থাকবেন আতহার আলী খান।
বিসিবি আশা করছে, সব প্রতিবন্ধকতা কাটিয়ে এবার একটি স্বচ্ছ, উত্তেজনাপূর্ণ এবং দর্শকদের উপভোগ্য টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।
