মুক্তির পর থেকেই বক্স অফিসে টানা দাপট দেখিয়ে চলেছে আদিত্য ধর পরিচালিত স্পাই–অ্যাকশন থ্রিলার সিনেমা ‘ধুরন্ধর’। রণবীর সিং অভিনীত এই বহুল আলোচিত ছবি মুক্তির তিন সপ্তাহ পার করলেও এর জনপ্রিয়তায় একটুও ভাটা পড়েনি। বরং প্রতিদিনই নতুন নতুন বক্স অফিস রেকর্ড গড়ে চলেছে সিনেমাটি।
বড়দিনের ছুটিকে কেন্দ্র করে দর্শকের ঢল আরও বেড়েছে প্রেক্ষাগৃহে। এরই মধ্যে মুক্তির মাত্র ২১ দিনের মাথায় ভারতের বক্স অফিসে ‘ধুরন্ধর’-এর আয় ৬০০ কোটি রুপি ছাড়িয়ে গেছে, যা চলতি বছরের অন্যতম বড় সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে। বিশ্লেষকদের মতে, একই সময়ে হলিউডের আলোচিত সিনেমা ‘অ্যাভাটার ৩’ মুক্তি পেলেও রণবীর সিংয়ের এই ছবির দাপট এতটাই শক্তিশালী যে তা কার্যত প্রতিদ্বন্দ্বীদের ছাপিয়ে গেছে।
বক্স অফিস বিশ্লেষক সংস্থা স্যাকনিল্ক–এর তথ্যমতে, মুক্তির ২১তম দিনে রাত ১০টা পর্যন্ত ‘ধুরন্ধর’ একাই আয় করেছে প্রায় ২৬ কোটি রুপি। বড়দিনের ছুটির ইতিবাচক প্রভাবেই এই আয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একই সময়ে কার্তিক আরিয়ান ও অনন্যা পান্ডে অভিনীত নতুন ছবি ‘তু মেরি ম্যায় তেরা ম্যায় তেরা তু মেরি’ মুক্তি পেলেও ‘ধুরন্ধর’-এর ব্যবসায় কোনো নেতিবাচক প্রভাব পড়েনি।
সব মিলিয়ে বর্তমানে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে প্রায় ৬৩৩ দশমিক ৫ কোটি রুপি। চলতি সপ্তাহান্তেই ছবিটি ৬৫০ কোটি রুপির মাইলফলক স্পর্শ করবে বলে আশাবাদী বাণিজ্য বিশ্লেষকেরা। পরিসংখ্যান বলছে, মুক্তির প্রথম সপ্তাহে ‘ধুরন্ধর’ আয় করেছিল ২০৭ দশমিক ২৫ কোটি রুপি, দ্বিতীয় সপ্তাহে সেই আয় আরও বেড়ে দাঁড়ায় ২৫৩ দশমিক ২৫ কোটি রুপিতে। তৃতীয় সপ্তাহেও একই ধারাবাহিকতা বজায় থাকায় ছবিটির দীর্ঘমেয়াদি ব্যবসা নিয়ে ইতিবাচক পূর্বাভাস দিচ্ছেন বিশেষজ্ঞরা।
বক্স অফিসে একের পর এক রেকর্ড ভাঙছে ‘ধুরন্ধর’। ইতোমধ্যেই এটি আয় ছাড়িয়ে গেছে জনপ্রিয় সিনেমা ‘স্ত্রী ২’ (৫৯৮ কোটি রুপি) এবং ‘ছাবা’ (৬০১ কোটি রুপি)। বর্তমানে ভারতের বক্স অফিসে আয়ের দিক থেকে ছবিটি রয়েছে কেবল শাহরুখ খানের সুপারহিট ‘জওয়ান’–এর (৬৪০ কোটি রুপি) পেছনে। সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই ‘জওয়ান’-কেও ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ভারতীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও ভালো ব্যবসা করছে সিনেমাটি। সব মিলিয়ে বিশ্বব্যাপী আয় এক হাজার কোটি রুপি অতিক্রম করার দিকেও দ্রুত এগোচ্ছে ‘ধুরন্ধর’, যা রণবীর সিংয়ের ক্যারিয়ারের অন্যতম বড় মাইলফলক হতে পারে।
সিনেমাটিতে রণবীর সিং অভিনয় করেছেন হামজা চরিত্রে—একজন দক্ষ ভারতীয় গোয়েন্দা, যিনি করাচিভিত্তিক অপরাধী চক্র ও আন্তর্জাতিক সন্ত্রাসী নেটওয়ার্কে অনুপ্রবেশ করেন। তার বিপরীতে ও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় খান্না, অর্জুন রামপাল, সঞ্জয় দত্ত এবং আর মাধবন। শক্তিশালী গল্প, টানটান চিত্রনাট্য ও উচ্চমানের অ্যাকশন দৃশ্যের সমন্বয়েই ‘ধুরন্ধর’ দর্শকদের কাছে এতটা গ্রহণযোগ্যতা পেয়েছে বলে মনে করছেন সমালোচকরা।
সব মিলিয়ে বলা যায়, মুক্তির তিন সপ্তাহ পেরিয়েও ‘ধুরন্ধর’-এর বক্স অফিস ঝড় থামার কোনো লক্ষণ নেই। বরং প্রতিদিনই নতুন রেকর্ড গড়ে সিনেমাটি নিজেকে নিয়ে যাচ্ছে বলিউড ইতিহাসের অন্যতম সফল স্পাই–অ্যাকশন ছবির কাতারে।

