বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিজয়ী হবে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে তারেক রহমানকে বহনকারী গাড়িবহর পৌঁছানোর পর তিনি এই বক্তব্য দেন।
দীর্ঘ প্রতীক্ষার পর গণসংবর্ধনার মঞ্চে তারেক রহমান উপস্থিত হলে নেতাকর্মী ও উৎসুক জনতার স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। চারদিকে সৃষ্টি হয় ব্যাপক উচ্ছ্বাস। মঞ্চে উঠে হাত নেড়ে উপস্থিত জনতা ও সমর্থকদের শুভেচ্ছার জবাব দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
বক্তব্যে মির্জা ফখরুল বিগত রাজনৈতিক আন্দোলনের স্মৃতিচারণা করে বলেন, “২০২৪ সালের ৫ আগস্ট তারেক রহমানের নেতৃত্বে আমরা ফ্যাসিস্ট শক্তিকে বিদায় করেছি। তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি কঠিন পথ অতিক্রম করেছি। ইনশাআল্লাহ, ২০২৬ সালেও তারই নেতৃত্বে আমরা জয়ী হবো।”
গণসংবর্ধনা ঘিরে পূর্বাচল ও আশপাশের এলাকায় সকাল থেকেই বিএনপি নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। অনুষ্ঠানস্থলজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।

