স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে কোনো পরিবর্তন হচ্ছে না। বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীই দায়িত্ব পালন করবেন।
সোমবার ও মঙ্গলবার উপদেষ্টা পরিষদের গুরুত্বপূর্ণ পদে রদবদল হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়েছিল, তবে তা শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি।
সরকারি সূত্র জানায়, জাহাঙ্গীর আলম চৌধুরী স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে যাবেন এবং আগামী জাতীয় নির্বাচনে সকল দায়িত্ব পালন করবেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে মন্ত্রণালয় কার্যক্রম ভালোভাবে চলছে। তিনি সৎ ও দক্ষ কর্মকর্তা হিসেবে পরিচিত। যদিও নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানের পদটি বর্তমানে জাহাঙ্গীর আলম চৌধুরীর স্থলে দেওয়ার দাবি করা হয়েছিল, তা বাস্তবায়ন হয়নি।
এদিকে, ইনকিলাব মঞ্চের মখপাত্র শরিফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সমালোচনার মুখে ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। হত্যার পর তার পদত্যাগের দাবি উঠলেও তা বাস্তবায়িত হয়নি। গত রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের ১৮তম সভায় অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেন, ‘পদত্যাগ করলে এখানে বসতাম না।’ সূত্র জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে উপদেষ্টার দায়িত্বে কোনো পরিবর্তন করা হয়নি।
শরিফ ওসমান হাদি গত বৃহস্পতিবার রাত পৌনে ১০টায় চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মারা যান। এরপর থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি ওঠে।
তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম. সাখাওয়াত হোসেনকে স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছিল। ওইবছরের ১৭ আগস্ট বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে পদে নিয়োগ দেওয়া হয়।

