শাহাদাৎ বাবু, নোয়াখালী সংবাদদাতা:
প্রচলিত ধারার রাজনীতি এবং ভোটের সংস্কৃতির পরিবর্তে কালোটাকা ও পেশিশক্তির প্রভাবমুক্ত নির্বাচনের দাবি জানিয়েছেন নোয়াখালী-০১ (চাটখিল-সোনাইমুড়ি আংশিক) আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনোনীত (শাপলা কলি প্রতীকের) প্রার্থী ব্যারিস্টার ওমর ফারুক।
তিনি বলেন, ইনসাফের কথা বলে জুলাই বিপ্লব ঘটিয়েছে এই দেশের আপামর জনগণ, সেই ইনসাফের যখন আমরা ঘাটতি দেখি, ইনসাফ থেকে যখন আমরা দূরে সরে যাই তখন বিপ্লবী হাদি’রা জন্ম নেয়। আবার হাদি’রাও বুলেটবিদ্ধ হয়। তখন অনেকে মনে করে হাদি’রা শেষ ইনসাফও শেষ। কিন্তু হাদির জানাযায় প্রমাণ হলো ইনসাফ কায়েমের জন্য যুগ যুগ ধরে হাদি’রা জন্ম নেবে। হাদির কফিনে শপথ নিয়ে সারাদেশে লক্ষ লক্ষ লোক বিপ্লবী হাদি হবে। সেই একটা প্রত্যাশা সেই একটা ভরসার জায়গা থেকে এনসিপি আমার উপর আস্থা রেখেছে, সেই সম্মানের জায়গা থেকে আমার নির্বাচনে আসা।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে নোয়াখালীর চাটখিল উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মিজানুর রহমানের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহকালে তিনি এসব কথা বলেন।
এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ আহসান হাবিব তামিমের বাবা আব্দুল মান্নানের হাত দিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেন ব্যারিস্টার ওমর ফারুক। চাটখিল উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মিজানুর রহমানের কাছ থেকে ব্যারিস্টার ওমর ফারুকের পক্ষে আব্দুল মান্নানই ছিলেন নোয়াখালী-১ আসনের একমাত্র মনোনয়ন সংগ্রহকারী।
এ সময় উপস্থিত নেতারা বলেন, শহীদ তামিমের বাবার হাত দিয়ে মনোনয়ন সংগ্রহ একটি প্রতীকী ও আবেগঘন বার্তা বহন করে, যা গণতন্ত্র, ন্যায়বিচার ও বৈষম্যবিরোধী আন্দোলনের চেতনার প্রতিফলন।
মনোনয়ন সংগ্রহকালে উপস্থিত ছিলেন জুলাই যোদ্ধা ও চাটখিল উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী গোলাপ হোসেন ফরহাদ, ছাত্র প্রতিনিধি ও আহত জুলাই যোদ্ধা রফিকুল ইসলাম রনি, নোয়াখালী জেলা এনসিপির সংগঠক ইঞ্জিনিয়ার মো. হানিফ, চাটখিল উপজেলা এনসিপির সংগঠক রাসেদুল ইসলামসহ দলের অন্যান্য নেতাকর্মীরা।
