স্টাফ রিপোর্টার:
ফরিদপুরের সদরপুর উপজেলায় অবৈধভাবে আড়িয়াল খাঁ নদীর তীর থেকে মাটি কাটার দায়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৭ এর খ এর (খ) ধারায় ঢেউখালী ইউনিয়নের খালাসী ডাঙ্গী গ্রামের মো. সোবাহান ফকির নামে এক ব্যক্তিতে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।
জানা যায়, দীর্ঘদিন ধরে সোবহান ফকির নদীর তীরে ড্রেজার চালিয়ে মাটি কেটে তা বিক্রি করে আসছিলেন। তিনি নদীর তীর ছাড়াও বিভিন্ন খাল-বিল ও জলাশয় থেকে মাটি উত্তোলন করে বিভিন্ন স্থানে তা বিক্রি করেন। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে স্থানীয়দের কাছে।
তানভীর তুহিন
স্টাফ রিপোর্টার