সদরপুরে নতুন প্রশাসনিক ভবন ও হল রুম উদ্বোধন
সদরপুর, (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সদরপুর উপজেলায় প্রশাসনিক ভবন ও হল রুম নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৪ নভেম্বর) ১০টায় সম্প্রসারিত ভবনের দুটি উদ্বোধন করেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন। প্রায় ৬ কোটি ৮০ টাকা ব্যায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে সম্প্রসারিত ভবন নির্মাণ করা হয় ।
এ সময় উপস্থিত ছিলেন, সদরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, সদরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান মাহমুদ রাসেল, সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা তানিয়া আকতার, সদরপুর উপজেলা প্রকৌশলী আঃ মোমিন মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান শিকদারসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ।