(জয়পুরহাট) জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের ক্ষেতলালে অবৈধভাবে পুকুর খনন করে মাটি বিক্রি ও রাস্তা নষ্টের অপরাধে দুই ব্যক্তিকে ১লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত।
জানাগেছে, ক্ষেতলাল পৌর এলাকার ভাসিলা পশ্চিমপাড়া মহল্লার মোসলেম উদ্দিনের ছেলে আফছার আলী মন্ডল ওই পুকুর খননের দায়ে গত ১১ ডিসেম্বর সহকারী কমিশনার (ভূমি) জিনাতুল আরা মোবাইল কোর্ট পরিচালনা করে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেন এবং পুকুর খনন করে মাটি বিক্রি করতে নিষেধ করেন। তাঁর নিষেধ অমান্য করে পরবর্তীতে আবার একই পুকুরে অবৈধভাবে খনন শুরু করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত ভেকু মেশিন মালিক কালাই উপজেলার ভাবকী গ্রামের জব্বার ফকিরের ছেলে কলম ফকির (৫৫)কে আটক করে দ্বিতীয় বার পঞ্চাশ হাজার টাকা জরিমানা অনাদায়ে একমাস জেল প্রদান করেন। একয়দিন কোড়লগাড়ী গ্রামের সাইফুল ইসলাম অবৈধভাবে এক্সকেভেটর (ভেকু) মেশিন দিয়ে অবৈধভাবে পুকুর খনন করে ট্রাকলরি যোগে দীর্ঘদিন ধরে ওই এলাকার বিভিন্ন যায়গায় মাটি বিক্রি করে আসছে। এতে ওই এলাকার গ্রামীন রাস্তা ঘাট ভেঙ্গে পরে। উপজেলার প্রধান পাকা সড়কে মাটি পড়ে ধুলার কারনে জনসাধারণ চলাচলে দূর্ভোগের সৃষ্টি হয়। ওই সড়ক দিয়ে যানবাহন চলাচলে বিঘ্নিত হওয়ার অভিযোগে গত ১২ ফেব্রুয়ারী বুধবার বিকেল ৫ টায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট থানা ফোর্স নিয়ে সরেজমিনে ঘটনাস্থলে অভিযান চালিয়ে পুকুর মালিক সাইফুল ইসলামের এক লক্ষ টাকা ও ভেকু মালিক কলম ফকিরকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত বলেন, ক্ষেতলাল উপজেলায় কিছু মাটি বিক্রেতা নিয়ম বহির্ভূত পুকুর খনন করে আসছিল। এমন অভিযোগে মাটি বিক্রির অপরাধে দুই ব্যক্তিকে জরিমানা করা হয়েছে।