বাসুদেব রায়, নীলফামারী প্রতিনিধি.
কৃষকদের দক্ষতা উন্নয়নে নীলফামারীতে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সদর উপজেলা কৃষি অফিসের কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে কৃষি আধুনিকায়ন, উন্নত কৃষি প্রযুক্তি, বীজ উৎপাদন ও সংরক্ষণসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।
এতে সদর উপজেলা কৃষি কর্মকর্তা আতিক আহমেদের সভাপতিত্বে বক্তৃতা দেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) মো. আব্দুল¬াহ আল মামুন, নিকছন চন্দ্র পাল, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হুমায়রা বিনতে আলী প্রমুখ।
প্রশিক্ষণে উপজেলার ৬০ জন কৃষক অংশগ্রহণ করেন। দিনব্যাপী প্রশিক্ষণে কৃষকদের কৃষি প্রযুক্তি ও বালাইনাশক ব্যবস্থাপনা বিষয়ে ধারণা দেওয়া হয়। কৃষির আধুনিকায়ন, কীটনাশক ব্যবহারের সচেতনতা ও জৈব কৃষির ওপর গুরুত্বারোপ করা হয়। সদর উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রংপুর বিভাগের কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় দিনব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।