রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে বুধবার(১৭ ডিসেম্বর) বিকালে উপজেলা পরিষদ হল রুমে শীতকালিন ক্রীড়া প্রতিযোগিতা ও জাতীয় শিক্ষা সপ্তাহের প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনক। বক্তব্য রাখেন শ্যামনগর মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক মোঃ আসাদুজ্জামান মিঠু, সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, শ্যামনগর কেন্দ্রিয় মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ওজায়েরুল ইসলাম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ ও শরীরচর্চা শিক্ষকবৃন্দ ।
সভায় জোন পর্যায়ে ও উপজেলা পর্যায়ে শীতকালিন ক্রীড়া প্রতিযোগিতা ও জাতীয় শিক্ষা সপ্তাহের প্রতিযোগিতার তারিখ নির্ধারণ সহ অন্যান্য বিষয় আলোচনা করা হয়। অনুষ্ঠানে একই সাথে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসারের সাথে প্রতিষ্ঠান প্রধানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

