পিরোজপুর প্রতিনিধি
আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা. জি. আ.) বলেছেন- মানুষের দুটি জিনিস মহান আল্লাহ তায়ালার দরবারে অত্যন্ত মূল্যবান। একটি হলো বান্দার পরিশুদ্ধ অন্তর, আরেকটি হলো নেক আমল।
মনে রাখতে হবে আল্লাহ আমাদের বাহ্যিক চেহারা, চাল-চলন, বিত্ত-বৈভবের প্রতি কখনোই দৃষ্টিপাত করবেন না। পক্ষান্তরে যাদের অন্তর হবে পরিষ্কার তথা কলুষতামুক্ত, অন্তর শিরক ও কুফরির মত ময়লা-আবর্জনা থেকে পবিত্র থাকবে তারাই হবে সফলকাম। এককথায় যাদের অন্তর ঈমান, ইখলাস ও সঠিক আকিদায় পূর্ণ থাকবে, যারা বিদআতকে ঘৃণা করবে এবং সুন্নতের প্রতি মহব্বত রাখবে তারাই ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তি লাভ করবে। সর্বোপরি পরিশুদ্ধ অন্তরের মানুষ দুনিয়া ও আখিরাতে সর্বাধিক সম্মানিত হবে।
পীর ছাহেব কেবলা আরও বলেন- বর্তমান দ্বীন ইসলামের শিক্ষা ব্যবস্থার ক্রান্তিলগ্নে সহশিক্ষার ছোবল থেকে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করার নিমিত্তে দীনিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করণ ও রক্ষণাবেক্ষণ করা একান্ত প্রয়োজন। কাই আমরা আমাদের সন্তান-সন্ততি, নাতি-নাতনীদেরকে কিতাবী ও সঠিক আক্বীদা ও আমলী আলেম তৈরী করার জন্য দ্বীনিয়া মাদ্রাসায় লেখাপড়ার বিকল্প নেই।
আজ ১৭ ডিসেম্বর রোজ বুধবার বাদ জোহর পিরোজপুরের নেছারাবাদ উপজেলাধীন সুটিয়াকাঠী জোড়াব্রিজস্থ আলহাজ্ব আব্দুর রঊফ নেছারীয়া দ্বীনিয়া-হাফেজিয়া ও বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ঈছালে ছাওয়াব দোয়ার মাহফিলে প্রধান অতিথির আলোচনায় হযরত পীর ছাহেব কেবলা একথা বলেন।
মাহফিলে মাদ্রাসা থেকে হেফজ সমাপনকারী ৫৩ জন হাফেজে কুরআনকে হযরত পীর ছাহেব কেবলা দস্তারবন্দী করান। তাদেরকে মাদ্রাসার পক্ষ থেকে ক্রেষ্ট, পাগড়ী, জায়নামাজ ও জামা-পাজামার কাপড় দেয়া হয়।
মাহফিলে প্রথম দিন গুরুত্বপূর্ণ আলোচনা করেন- ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়া-এ নেছারীয়া দ্বীনিয়ার মুদীর মাওলানা মাহমুদুল মুনীর হামীম, মুফতী মাওলানা মোঃ হায়দার হোসাইন, ঢাকা মিরপুর জনকল্যাণ জামে মসজিদের খতিব মাওলানা শামসুল আলম মোহেব্বী। দ্বিতীয় দিন গুরুত্বপূর্ণ আলোচনা করেন- বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর নায়েবে আমীর আলহাজ্ব হযরত মাওলানা মির্জা মোঃ নূরুর রহমান বেগ, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ হেমায়েত বিন তৈয়্যেব, হযরত পীর সাহেব কেবলার সফরসঙ্গী মাওলানা মোহেব্বুল্লাহ আল মাহমুদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ মোঃ আলমগীর হোসেন, কাউখালি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আহসান হাবিব, স্বরূপকাঠি পৌর বিএনপির সভাপতি কাজী মোঃ কামাল হোসেন সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ প্রমূখ।

