খানজাহান আলী থানা প্রতিনিধিঃ
মহান বিজয় দিবস উপলক্ষে গিলাতলা ইয়াং টেন ব্রাদার্স ক্লাবের আয়োজন দুই দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠান মালা সম্পন্ন হয়েছে। ১৭ ডিসেম্বর বুধবার ক্রিড়া প্রতিযোগিতা, ফ্রি মেডিকেল ক্যাম্প ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে সমাপ্ত হয়েছে। দুই দিনব্যাপী অনুষ্ঠানের বিজয়র্যালী, ক্রিড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প স্থানীয়দের মাঝে ব্যাপোক সাড়া ফেলেছে।
১৬ ডিসেম্বর সকালে ক্লাবে জাতীয় পতাকার উত্তোলনের মধ্য দিয়ে দুই দিনব্যাপী বর্ণাঢ্য এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা যুবদলের আহবায়ক মোঃ ইবাদুল হক রুবায়েদ। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শেখ ইকবাল হোসেন। ক্লাবের সভাপতি, এশিয়ান টেলিভিশন ফুলতলা ও দিঘলিয়া উপজেলা প্রতিনিধি সাংবাদিক সাইফুল্লাহ তারেকের সভাপতিত্বে দুই দিনব্যাপী অনুষ্ঠানের সমাপনি দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শেখ ইকবাল হোসেন। উদ্বোধক অতিথি ছিলেন আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি সদস্য শেখ আব্দুস সালাম।
সকাল ১০ টায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও বøাড গ্রুপিং এর উদ্বোধন করেন খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম। ফ্রি মেডিকেল ক্যাম্পের সার্বিক সহযোগিতায় ছিলেন খুলনা সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ খুরশিদ আলম। মোঃ মোস্তাফিজুর রহমান ও আরমান হুসাইন ইমনের সার্বিক পরিচালনায় দুই দিনব্যাপী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক ও সাবেক চেয়ারম্যান এস এ রহমান বাবুল, খানজাহান আলী থানা বিএনপির সাধারণ সম্পাদক আবুসাঈদ হাওলাদার আব্বাস, সাংগঠনিক সম্পাদক মোল্যা সোহাগ হোসেন,জেলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক ওহিদুজ্জামান, সাবেক সাধারন সম্পাদক রফিকুল ইসলাম শুকুর, যুবদলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুল্লাহিল কাফি ছকা, জেলা যুবদলের সদস্য মোল্লা মাহাবুব আলম, দিঘলিয়া থানা যুবদলের আহ্বায়ক কুদরতি এলাহী স্পিকার, আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন খোকা, শেখ হারুন-আর-রশিদ, খানজাহান আলী থানা যুবদলের সাবেক সভাপতি মোল্লা সোহরাব হোসেন ও আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, শিরোমণি বাজার বনিক সমিতির সভাপতি শেখ রেজাউল ইসলাম, বিএনপি নেতা মিনা মুরাদ হোসেন, মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি মোল্যা সোলাইমান হোসেন।
১৬ ডিসেম্বর সকাল ১০ টায় অনুষ্ঠিত শিশু, কিশোর তরুন তরণীদের অংশগ্রহণে বর্ণাঢ্য বিজয়র্যালীটি গিলাতলা দক্ষিণ পাড়া গফফার ফুড মোড়ের ক্লাবের সামনে থেকে শুরু হয়ে খুলনা যশোর মহাসড়কের শিরোমনি ও গিলাতলার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে ক্লাবের সামনে এসে শেষ হয়। ১৭ ডিসেম্বর দ্বিতীয় দিন সকাল সাড়ে ৯টায় ক্রিড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। সকাল ১০ টায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও বøাড গ্রুপিং এর উদ্বোধন করে চলে দিনব্যাপী এবং সন্ধ্যায় অনুষ্ঠিত হয় পুরষ্কার বিতরণী অনুষ্ঠান।

