শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪ টায় ইউনিয়নের দলুয়া মুন্সিপাড়া জামে মসজিদ সংলগ্ন এই আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী নীলফামারী জেলা জামায়াতের মজলিশে শুরা সদস্য ও সৈয়দপুর উপজেলা আমীর হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম।
বিশেষ অতিথি ছিলেন, জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য মনোয়ারা হাফিজ, জেলা শুরা সদস্য ডা: হাফিজা আক্তার।
বক্তব্য রাখেন, ইউনিয়ন সভাপতি মো. শাহ আলম। সভাপতিত্ব করেন ইউনিয়ন মহিলা জামায়াতের সভানেত্রী হাফিজা আশমা। পরিচালনা করেন ইউনিয়ন মহিলা জামায়াতের সেক্রেটারি আন্জুমান আরা।

