বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেকে ‘হাফ সিলেটি’ হিসেবে পরিচয় দিয়ে প্রবাসী নেতাকর্মীদের সঙ্গে আবেগঘন মুহূর্ত ভাগাভাগি করেছেন। মহান বিজয় দিবস উপলক্ষে লন্ডনে আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এই মন্তব্য করেন।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) লন্ডনের সিটি প্যাভিলিয়নে লন্ডন বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারেক রহমান। অনুষ্ঠানে যুক্তরাজ্যপ্রবাসী বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।
এই আয়োজনটি ছিল তারেক রহমানের লন্ডনে শেষ বড় রাজনৈতিক কর্মসূচি। আগামী ২৫ ডিসেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে। ফলে বিজয় দিবসের এই আলোচনা সভাটি অনেকের কাছে কার্যত তার বিদায়ী রাজনৈতিক সমাবেশে রূপ নেয়।
বক্তব্যের একপর্যায়ে প্রবাসীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, সভায় উপস্থিত অনেকেই সিলেট অঞ্চলের হলেও বিভিন্ন জেলার মানুষও রয়েছেন। তিনি বলেন, সিলেট হোক বা সিলেটের বাইরে— সবাই একই রাজনৈতিক পরিবারের অংশ। এ প্রসঙ্গে হাস্যরসের ছলে নিজেকে ‘হাফ সিলেটি’ বলে উল্লেখ করেন তিনি।
তার বক্তব্যে প্রবাসী নেতাকর্মীদের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক, আবেগ এবং রাজনৈতিক সংগ্রামের স্মৃতি উঠে আসে। বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, এই দিনটি শুধু একটি ঐতিহাসিক অর্জনের স্মরণ নয়, বরং গণতন্ত্র, স্বাধীনতা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রেরণার উৎস।
অনুষ্ঠানজুড়ে প্রবাসী বিএনপি নেতাকর্মীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও আবেগ। অনেকেই তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক বাস্তবতার প্রত্যাশা ব্যক্ত করেন। সভা শেষে নেতাকর্মীরা বিজয় দিবসের চেতনা ও দলীয় ঐক্য আরও জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন।

