আবু সাঈদ, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে সুলতান উদ্দীন মেমোরিয়াল একাডেমিতে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান, বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ এবং নতুন শিক্ষার্থী ভর্তি মেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিনব্যাপী শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া (নতুন বাজার) এলাকার ওই শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব মাঠে এসব কার্যক্রমের আয়োজন করা হয়।
বিজয় দিবস উদযাপনে দিনব্যাপী শিক্ষার্থীরা নাচ, গান, কৌতুক, বিজয় দিবসের আলোচনা, শিক্ষক, স্থানীয় গন্যমান্য ব্যাক্তি, সমাজসেবক, শিক্ষক, শিক্ষার্থীদের অভিভাবক এবং সাংবাদিকদের অংশগ্রহণে সুলতান উদ্দীন মেমোরিয়াল একাডেমির ব্যাতিক্রম এ আয়োজন এলাকাবাসী ও উপস্থিত সকলের মধ্যে আনন্দ দেয়।
১৬ ডিসেম্বরে (বিজয় দিবস) সকাল ৮ টা থেকে প্রতিষ্ঠানের নিজস্ব ক্যাম্পাসে জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন পূর্বক অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে প্রথম পর্বের আলোচনাসভা শুরু হয়। প্রতিষ্ঠানের পরিচালক, শিক্ষকবৃন্দ সকল শিক্ষার্থী এবং অভিভাবকদের হাতে রজণীগন্ধার স্টীক তুলে দেন। এরপর শিক্ষার্থীদের অংশগ্রহণে বিজয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান নাচ, গান, কৌতুক, কবিতা, ছড়া ইত্যাদি পরিবেশন করা হয়। এ আয়োজনে বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা নৃত্য ও গান পরিবেশন করেন। পরে প্রধান অতিথি শ্রীপুর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি আবুল হোসেন প্রধান প্রতিষ্ঠানে শতভাগ উপস্থিতি ১৬জন শিক্ষার্থীদের মধ্যে লটারির মাধ্যমে নির্বাচিত চারজন শিক্ষার্থীদের হাতে প্রতিষ্ঠানের পক্ষ থেকে বাইসাইকেল উপহার তুলে দেন।
সুলতান উদ্দীন মেমোরিয়াল একাডেমির দাতা সদস্য আরফান আলী প্রধানের সভাপতিত্বে এবং প্রতিষ্ঠাতা পরিচালক সালাহ্ উদ্দিন আহমেদ মিলনের সঞ্চালনায় শিক্ষার্থীদের অংশগ্রহণে বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি আবুল হোসেন প্রধান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন আলহাজ্ব ধনাই বেপারী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক আব্দুল বাতেন, ছাপিলাপাড়া শামীম মাষ্টার মডেল একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক শামীম আহমেদ, আল আমীন মডেল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক আল আমিন, চাইল্ড কেয়ার স্কুলের পরিচালক ফজর আলী, শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির সাবেক সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আবু সাঈদসহ সমাজসেবক, সামাজিক, সাংস্কৃতিক এবং এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
রাত সাড়ে ৮টায় সুলতান উদ্দীন মেমোরিয়াল একাডেমির শিক্ষার্থী এবং অতিথি সঙ্গীত শিল্পী মাহমুদা ইয়াসমিন নিপার পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শিক্ষক, শিক্ষার্থী এবং উপস্থিত সকলের মাঝে বাড়তি আনন্দ দেয়।

