আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের কুমিল্লা- ৫ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী জননেতা ড. মোবারক হোসাইন আজ রোজ বুধবার সকাল ২ ঘটিকায় বুড়িচং বসুন্ধরা চত্ত্বরে জনতার ইশতেহার উদ্বোধন করেন ।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, কুমিল্লা উত্তর জেলার নায়েবে আমির অধ্যাপক আলমগীর হোসেন, কুমিল্লা -৫ আসনের নির্বাচন কমিটির সদস্য সচিব আব্দুল আউয়াল, উপজেলার সাবেক ভাইস- চেয়ারম্যান এড. সাইফুল ইসলাম, ব্রাহ্মণপাড়া উপজেলার সাবেক ভাইস- চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান আতিকী, কুমিল্লা উত্তর জেলা শ্রমিককল্যাণ ফেডারেশন জেলা সভাপতি অধ্যাপক গিয়াস উদ্দিন, বুড়িচং উপজেলার আমির অধ্যাপক অহিদুর রহমান, বুড়িচং উপজেলা সেক্রেটারি আবুল হোসেন।ব্রাহ্মণপাড়া উপজেলার আমির মাওলানা রেজাউল করিম,বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির উপজেলা সভাপতি সফিউল্লাহ, জামায়াত মনোনীত ভাইস- চেয়ারম্যান আব্দুল আউয়াল সহ দলীয় নেতাকর্মীরা।

