বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সরকারের উদ্দেশে বলেছেন, ‘আপনারা ডেভিল হান্ট অপারেশন করছেন ঠিক আছে, কিন্তু বনে-জঙ্গলে ডেভিল না খুঁজে সরকারি দপ্তরে ঘাপটি মেরে থাকা ডেভিলদের খুঁজে বের করুন। সরকারি সব প্রতিষ্ঠানে এখনো আওয়ামী প্রেতাত্মারা বসে আছে। এরাই সরকারকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করছে।
মঙ্গলবার রাজধানীর কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামসংলগ্ন স্থানে আয়োজিত সেমিনারে মির্জা আব্বাস এসব কথা বলেন।
‘রাষ্ট্র সংস্কারে তারেক রহমানের ৩১ দফা ও জনসম্পৃক্তি’ শীর্ষক সেমিনারের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণের মুগদা থানা বিএনপি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মির্জা আব্বাস তাঁর দলের পক্ষ থেকে নির্বাচন চাওয়ার দাবির বিষয়ে বলেন, ‘বিএনপি মানুষের ভোটাধিকারের জন্যই তো দেড় যুগ ধরে আন্দোলন করছে, কর্মীরা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। এটা তো নতুন দাবি নয়। আমরা আন্দোলন করেছি সংসদ নির্বাচনের জন্য।
আর কেউ কেউ চাচ্ছেন স্থানীয় নির্বাচন। তাঁরা জানেন না, এখন গর্তে লুকিয়ে থাকা আওয়ামী ফ্যাসিস্টরা স্থানীয় নির্বাচনের ফাঁকফোকর দিয়ে মাথা বের করবে। এটা অশুভ চক্রান্ত।’