কলকাতা, ১৭ ডিসেম্বর ২০২৫ – বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসির ভারত সফর শেষ হয়েছে নানা বিতর্ক ও বিশৃঙ্খলার মধ্য দিয়ে। বিশেষ করে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে (সল্টলেক স্টেডিয়াম) ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি এবং তার সহযোগীদের সরাসরি দায়ী করেছেন ভারতীয় ক্রিকেটের লিটল মাস্টার সুনীল গাভাস্কার।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) একটি সংবাদমাধ্যমে লেখা কলামে গাভাস্কার দাবি করেন, মেসি তার প্রতিশ্রুতি অনুযায়ী সময় না দেওয়ায় ভক্তরা ক্ষুব্ধ হয়েছেন এবং এর ফলেই স্টেডিয়ামে ভাঙচুরের ঘটনা ঘটেছে।
গাভাস্কারের কলামে যা বলা হয়েছে
সুনীল গাভাস্কার তার কলামে লিখেছেন, ‘কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে মেসি ঘোষিত সময়ের তুলনায় অনেক কম সময় উপস্থিত ছিলেন। চুক্তির বিস্তারিত জানা না গেলেও, তিনি যদি এক ঘণ্টা থাকার কথা দিয়ে সময়ের আগে চলে যান, তবে যারা চড়া মূল্যে টিকিট কিনেছিলেন তাদের হতাশ হওয়াটা স্বাভাবিক। এক্ষেত্রে মূল দোষী তিনি এবং তার সহযোগীরাই।’
তিনি আরও উল্লেখ করেন, স্টেডিয়ামে অনেক ভিআইপি থাকলেও মেসির নিরাপত্তার কোনো হুমকি ছিল না। গাভাস্কার প্রশ্ন তোলেন, ‘মেসির কি শুধু মাঠ চক্কর দেওয়ার কথা ছিল? তিনি কি অন্তত একটি পেনাল্টি কিক নিতে পারতেন না? যদি তিনি তা করতেন, তবে জনতা তাদের নায়ককে সেই কাজ করতে দেখতেন যা দেখার জন্য তারা এসেছিলেন।’
যুবভারতীতে সেদিন যা ঘটেছিল
গত ১৩ ডিসেম্বর শনিবার বেলা ১১টা ৩০ মিনিটে লুইস সুয়ারেজ ও রদ্রিগো দি পলকে নিয়ে যুবভারতী স্টেডিয়ামে প্রবেশ করেন মেসি। তাকে দেখার জন্য গ্যালারি ঠাসা দর্শক থাকলেও কয়েক মিনিটের মধ্যেই পরিস্থিতি জটিল হয়ে ওঠে। ভিআইপি, পুলিশ কর্মকর্তা ও রাজনীতিবিদদের ভিড়ে মেসি কার্যত আড়ালে পড়ে যান।
আয়োজক শতদ্রু দত্ত বারবার মাঠ খালি করার অনুরোধ জানালেও কেউ তাতে কান দেননি। বিভ্রান্ত ও বিস্মিত মেসি শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের অনেক আগেই মাঠ ত্যাগ করেন। সেদিন সব মিলিয়ে তিনি মাত্র ২২ মিনিট মাঠে ছিলেন। এতে ক্ষুব্ধ হয়ে দর্শকরা চেয়ার ও বোতল ছুড়ে মারেন এবং স্টেডিয়ামে ভাঙচুর চালান।
সফল সফর অন্য শহরগুলোতে
গাভাস্কার তার কলামে কলকাতার আয়োজকদের একতরফা দোষ না দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘হায়দরাবাদ, মুম্বাই ও দিল্লিতে মেসির সফর শান্তিপূর্ণ ছিল কারণ সেখানে প্রতিশ্রুতি রক্ষা করা হয়েছে। তাই কলকাতাকে দোষারোপ করার আগে উভয় পক্ষের চুক্তি ঠিকঠাক ছিল কি না তা খতিয়ে দেখা দরকার।’
উল্লেখ্য, কলকাতায় বিশৃঙ্খলা হলেও ভারত সফরের বাকি অংশ অত্যন্ত সুশৃঙ্খলভাবে সম্পন্ন করেছেন ইন্টার মায়ামি তারকা লিওনেল মেসি।

