বিদেশে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে বড় বাধা হিসেবে দালালদের চিহ্নিত করে তাদের হাত থেকে বিদেশগামীদের রক্ষা করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (১৭ ডিসেম্বর) বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস-২০২৫ উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা জনশক্তি রপ্তানি খাতের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন:
প্রতারণার ঝুঁকি: শ্রমশক্তি রপ্তানির পুরো প্রক্রিয়াটি বর্তমানে দালাল বেষ্টিত। পদে পদে দালালদের প্রতারণার কারণে সাধারণ মানুষ চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
উন্নয়নের শর্ত: এই খাতকে সম্পূর্ণ দালালমুক্ত করতে না পারলে প্রকৃত উন্নতি সম্ভব নয়।
বিশ্বের বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের তরুণ প্রজন্মের গুরুত্ব তুলে ধরে ড. ইউনূস বলেন:
“পৃথিবীতে তারুণ্যের অভাব, আমাদের রয়েছে তারুণ্যের খনি। এটা সোনার চেয়েও দামী। সারা পৃথিবীকে আমাদের কাছে আসতেই হবে, কারণ এত তরুণ জনশক্তি আর কোথাও নেই।”
তিনি প্রবাসী ও বিদেশগামীদের দেশের সম্পদ হিসেবে উল্লেখ করে তাঁদের হয়রানি বন্ধে এবং নিরাপদ অভিবাসন নিশ্চিতে সরকারের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।

