ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গত ২৪ ঘন্টায় ডেভিল হান্ট ফেইজ-২ অভিযান পরিচালনা করে সন্ত্রাস বিরোধ আইনের মামলায় ৫ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো উপজেলার নোয়াপাড়া গ্রামের মৃত আবু তাহের ভূইয়ার ছেলে ইসমাইল ভূইয়া, নয়াদিল গ্রামের শহীদ মিয়া মেম্বারের ছেলে মো: নান্নু মিয়া, দুর্গাপুর এলাকার মৃত আব্দুর রহিম মিয়ার ছেলে মো: বাহাউদ্দিন বাবুল, ধর্মনগর এলাকার হারুন চৌধুরীরর ছেলে মামুন চৌধুরী ও নোয়াপাড়া এলাকার সফিকুল ইসলামের ছেলে রাব্বী খান। মঙ্গলবার বিকেল এক প্রেস বিজ্ঞটির মাধ্যমে পুলিশ এ তথ্য জানায়।
পুলিশ জানায়, পৌর শহরসহ উপজেলার বিভিন্ন এলাকায় ডেভিল হান্ট ফেইজ-২ অভিযান পরিচালনা করে সন্ত্রাস বিরোধ আইনের মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়।
আখাউড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: জাবেদ উল ইসলাম বলেন, গত ২৪ ঘন্টায় বিভিন্ন এলাকায় ডেভিল হান্ট ফেইজ-২ অভিযান পরিচালনা করে সন্ত্রাস বিরোধ আইনের মামলায় ৫ জনকে গ্রেফতার করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতে সোপর্দ করা হয়।

