বিশ্ব ফুটবল তারকা লিওনেল মেসির কলকাতা সফরকে কেন্দ্র করে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় পশ্চিমবঙ্গের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস পদত্যাগ করেছেন। তবে তিনি রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীর দায়িত্বে বহাল থাকছেন।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) অরূপ বিশ্বাস রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে তাঁর পদত্যাগপত্র জমা দেন। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওই পদত্যাগপত্র গ্রহণ করেছেন।
পদত্যাগপত্রে অরূপ বিশ্বাস উল্লেখ করেন, মেসির কলকাতা সফর ও যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে সৃষ্ট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির নিরপেক্ষ তদন্তের স্বার্থেই তিনি ক্রীড়া মন্ত্রীর পদ থেকে অব্যাহতি চাইছেন। একই সঙ্গে তিনি জানান, ইতোমধ্যে ওই ঘটনার তদন্তে একটি কমিটিও গঠন করা হয়েছে।
তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ এ বিষয়ে বলেন, তদন্ত যেন সম্পূর্ণ নিরপেক্ষভাবে সম্পন্ন হয়, সে কারণেই ক্রীড়া মন্ত্রী নিজে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। মুখ্যমন্ত্রী তাঁর আবেদন গ্রহণ করেছেন।
তিনি আরও জানান, পদত্যাগপত্রে ১৫ ডিসেম্বর তারিখ উল্লেখ রয়েছে। যদিও ওই চিঠিতে অরূপ বিশ্বাসের স্বাক্ষর নেই। তবে ক্রীড়া মন্ত্রীর ঘনিষ্ঠ একাধিক নেতা দাবি করেছেন, পদত্যাগপত্রটি অরূপ বিশ্বাস নিজ হাতে লিখেছেন এবং সেটিই চূড়ান্ত নথি।
কুণাল ঘোষ বলেন, “এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক ও লজ্জাজনক একটি ঘটনা। মুখ্যমন্ত্রী নিজেও এই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন। পুরো বিষয়টি খতিয়ে দেখতে দুটি পৃথক তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি রাজ্যের ডিজিকে শোকজ করা হয়েছে।”
তিনি আরও বলেন, তদন্তে কোনো ধরনের প্রভাব বা প্রশ্ন ওঠা এড়াতেই ক্রীড়া মন্ত্রী পদত্যাগ করেছেন। সরকার চায়, ঘটনার পূর্ণ সত্য উদঘাটিত হোক এবং দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক।

