জুলাই বিপ্লবের অগ্রনায়ক, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। সোমবার দুপুর ১টা ৫১ মিনিটে অসপ্রে এভিয়েশনের একটি এয়ার অ্যাম্বুলেন্স আহত হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে।
তাঁর শারীরিক অবস্থার অবনতি এবং সর্বোচ্চ মৃত্যুঝুঁকির কারণে জরুরি ভিত্তিতে তাঁকে সিঙ্গাপুর পাঠানো হলো।
আহত ওসমান হাদিকে সিঙ্গাপুরে স্থানান্তরের সিদ্ধান্তটি নেওয়া হয় গত বুধবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশে আয়োজিত এক জরুরি কল কনফারেন্সে। এই কনফারেন্সে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয়বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান, এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. জাফর এবং ওসমান হাদির ভাই ওমর বিন হাদি উপস্থিত ছিলেন।
ডা. সায়েদুর রহমান প্রধান উপদেষ্টাকে জানান, হাদির শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে। সোমবার দুপুরে সিঙ্গাপুরে পাঠানোর লক্ষ্যে প্রয়োজনীয় মেডিকেল এয়ার অ্যাম্বুলেন্স, চিকিৎসকদল এবং ভ্রমণসংক্রান্ত সব প্রস্তুতি শেষ করা হয়।
চিকিৎসার স্থান: সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সি বিভাগে তাঁর চিকিৎসার সব ধরনের ব্যবস্থা করা হয়েছে।
ব্যয়ভার: তাঁর চিকিৎসাসংক্রান্ত সব ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে।
প্রধান উপদেষ্টা হাদির চিকিৎসার বিষয়ে সার্বক্ষণিক খবর রাখার নির্দেশ দিয়েছেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। হাদির সঙ্গে সিঙ্গাপুর গিয়েছেন তাঁর দুই ভাই।
ওসমান হাদির সার্বিক অবস্থা এখনও অত্যন্ত আশঙ্কাজনক বলে জানিয়েছে তাঁর জন্য গঠিত চিকিৎসা বোর্ড।
সর্বোচ্চ ঝুঁকি: কিডনি ও ফুসফুসের কার্যক্ষমতা চালু থাকলেও মস্তিষ্কে অক্সিজেন স্বল্পতায় এখনও সর্বোচ্চ মৃত্যুঝুঁকি রয়েছে।
মেডিকেল বোর্ডের পর্যবেক্ষণ (রোববার): বোর্ডের প্রধান অধ্যাপক ডা. জাফর ইকবাল জানিয়েছেন, রোববার সকালে পুনরায় করা সিটি স্ক্যানে দেখা গেছে, হাদির মস্তিষ্কের ফোলা আগের তুলনায় আরো বেড়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক।
জটিলতা: ব্রেন ইনজুরির কারণে শরীরের কিছু হরমোনগত ভারসাম্যহীনতা দেখা দিয়েছে, যা অ্যাসিড-বেস ব্যালান্স, ফ্লুইড ও ইলেক্ট্রোলাইট নিয়ন্ত্রণে নিবিড় পর্যবেক্ষণের প্রয়োজন। ব্রেন স্টেমে আঘাত ও মস্তিষ্কের অতিরিক্ত ফোলাজনিত চাপের কারণে রোগীর রক্তচাপে ওঠানামা এবং হৃৎস্পন্দন স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি লক্ষ করা গেছে।
চিকিৎসা বোর্ডের সদস্য আবদুল আহাদ জানিয়েছেন, হাদির অবস্থা এখনো অত্যন্ত খারাপ এবং মস্তিষ্কে অক্সিজেনস্বল্পতা বিদ্যমান।

