আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হচ্ছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ, যা ভারতের এবং শ্রীলঙ্কার বিভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হবে। এই আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্টের টিকিট বিক্রি বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত সোয়া ৭টা থেকে শুরু হয়েছে।
আগ্রহীরা টিকিট কিনতে পারবেন https://tickets.cricketworldcup.com/
ওয়েবসাইটের মাধ্যমে। ভারতের ভেন্যুগুলোর টিকিটের সর্বনিম্ন মূল্য ১০০ রুপি (প্রায় ১৩৬ টাকা), আর শ্রীলঙ্কার ম্যাচগুলোর টিকিটের সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয়েছে ১,০০০ শ্রীলঙ্কান রুপি (প্রায় ৪০০ টাকা)।
গ্রুপ পর্বে বাংলাদেশের চারটি ম্যাচের মধ্যে কেবল ইতালির ম্যাচের টিকিট পাওয়া যাবে ১০০ রুপিতে। নেপালের বিরুদ্ধে ম্যাচের টিকিটের মূল্য ২৫০ রুপি। এছাড়া বাংলাদেশের বাকি দুই ম্যাচের টিকিটের সর্বনিম্ন মূল্য হবে ৩০০ রুপি করে।
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে ৭ ফেব্রুয়ারি কলম্বোয়, যেখানে মাঠে নামবে পাকিস্তান ও নেদারল্যান্ডস। একই দিনে কলকাতায় বাংলাদেশ মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে। ‘সি’ গ্রুপে বাংলাদেশের অন্য প্রতিপক্ষের মধ্যে আছে ইংল্যান্ড, নেপাল এবং প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা ইতালি।
বিশ্বকাপের এই আসর ক্রিকেটপ্রেমীদের জন্য বড় আকর্ষণ হয়ে থাকবে, যেখানে বিশ্বের শীর্ষস্থানীয় দলগুলো অংশগ্রহণ করবে।

